গৌরনদী পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদ॥ আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার গৌরনদী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় ৩১৮ জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ, শেখ মুহাম্মদ জালাল উদ্দিন, মো. আবদুল হাই হাদী, বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, বানারীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার এবং থানার ওসি মো. আফজাল হোসেন।