গৌরনদীতে জেলেদের নিয়ে সচেতনতা সভা

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৫, জানুয়ারি ২৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ বরিশালের গৌরনদীতে জেলেদের নিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল ও সরঞ্জাম নির্মূলকারী বিশেষ কম্পিং অপারেশন এর সচেতনতা সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে শনিবার বিকেলে প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ কুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ইউপি সদস্য মাহাবুব মৃধা। সভায় দুই শতাধিক জেলে উপস্থিত ছিলেন।