ঝালকাঠিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদ॥ ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- এর উদ্যোগে ৫ শতাধিক কম্বল ও ১০০ সোয়েটার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চেম্বার ভবনের কার্যালয়ে চেম্বার অব কমার্সের সভাপতি মো. সালাহ্উদ্দিন আহমেদ সালেক শীতার্তদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মু. মুনিরুল ইসলাম তালুকদার, পরিচালক হাফিজ আল মাহাম্মুদ, কামাল শরীফ, জয়ন্ত কুমার সাহা, মঞ্জিল মোর্শেদ লিটু, মতিউর রহমান উপস্থিত ছিলেন।
চেম্বার অব কমার্সের সভাপতি মো. সালাহ্উদ্দিন আহমেদ সালেক বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপির নির্দেশে এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছি।
এটি একটি মানবিক কাজ। যেকোনো দুর্যোগে ঝালকাঠি চেম্বার অব কমার্স অসহায় মানুষের পাশে সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।