বরিশালে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

দেশ জনপদ ডেস্ক | ১৫:০৮, জানুয়ারি ২৪ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক।। বরিশালের খ্রীষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বরিশাল কার্যনিবার্হী পরিষদ ও বিভিন্ন চার্চের ধর্ম যাজকসহ স্থানীয় খ্রীষ্টান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   সভায় খ্রীষ্টান এসোসিয়েশন বরিশাল কার্যনিবার্হী পরিষদের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ বরিশালের খ্রীষ্টান সম্প্রদায়ের সুবিধা অসুবিধাসহ সার্বিক বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক এসময় আশ্বাস দেন, শীঘ্রই বরিশালের বিভিন্ন গীর্জা ও খ্রীষ্টান সম্প্রদায়ের বসবাসরত হাউজিংগুলো পরির্দশন করবেন।     এসময় উপস্থিত ছিলেন চার্চ অব বাংলাদেশের ধর্ম যাজক এলবার্ট হালদার, ব্যাপ্টিষ্ঠ চার্চের ধর্ম যাজক ডোনাল্ড বালা, সেভেন ডে এ্যাডভেনটিষ্ট চার্চের পালক ও ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক বিপুল বারিকদার, পাষ্টর বিধান রায়, খ্রীষ্টান এসোসিয়েশন বরিশাল কার্যনিবার্হী পরিষদ সভাপতি নরবাট নিপু অধিকারী, উপদেষ্টা জেমস প্রেমানন্দ বিশ্বাস, সহ সভাপতি বিমল ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপালী বাইন, এলড্রিন হালদার শিপন, সাংগঠনিক সম্পাদক জেমস প্রদীপ গোমেজ, পিটার মিস্ত্রী প্রমুখ।   পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে সভা শেষ হয়।