সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড তামিমের

কামরুন নাহার | ০১:১৬, জানুয়ারি ২৫ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ দীর্ঘ ১২ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এতদিন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব আল হাসান। এখন সেই রেকর্ডের মালিক টাইগার ওপেনার তামিম। ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের সংগ্রহ ১৫৬৭ রান। তবে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে ব্যক্তিগত ১৪ রানে ব্যাট করার সময় সাকিবকে ছাড়িয়ে যান তামিম। এ জন্য সাকিবের চেয়ে ৪ ম্যাচ কম খেলেছেন তিনি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান। তামিম ৩৯ রান করে আউট হয়ে মাঠ ত্যাগ করেন। অন্যদিকে মোহাম্মদ নাঈম অপরাজিত আছেন ৩১ রান করে।