ঝালকাঠিতে ঘর পাবে ৪৭৪ গৃহহীন পরিবার

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৬, জানুয়ারি ২১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ৪৭৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। ৮ কোটি ১০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে জেলার ৪ উপজেলার ৪৭৪টি পরিবারে জন্য ঘর নির্মাণের কাজ চলছে। কিছু ঘর প্রায় সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪ উপজেলায় মোট ২৩০টি ঘর সম্পূর্ণরুপে নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন। বাকি ঘরগুলোর নির্মাণ কাজ শেষ করে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশ্রাফুল হক। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসনের হলরুমে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. জোহর আলী এ তথ্য জানান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস মাঠ পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা মূলত সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন।