নিজস্ব প্রতিবেদ॥ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পদ্মা অতিথি ভবনে এই টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে
ভারত থেকে উপহার হিসেবে আসা ২০ লাখ ডোজ করোনা টিকা গ্রহণ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পদ্মা অতিথি ভবনে এই টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে টিকার ডোজগুলো গ্রহণ করেছেন।
টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ একটি ফ্লাইট মুম্বাই থেকে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কভিশিল্ড নামের টিকাটি ভারতের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুত করা হয়েছে।
অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার এই টিকা দেবে না বাংলাদেশ সরকার। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
এ চালানে আসা টিকা সংরক্ষণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির (ইপিআই) রাজধানীর তেজগাঁও কোল্ডচেইনে রাখা হবে।
ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ বন্ধুপ্রতিম ছয় দেশকে টিকা উপহার দিচ্ছে ভারত।