বরগুনায় দুঃখী মানুষের পাশে এসপি

দেশ জনপদ ডেস্ক | ২২:৪১, জানুয়ারি ২০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ শীতের শেষ প্রান্তে বরগুনা জেলায় দেখা গেছে কনকনে শীত আর ঘন কুয়াশা অসহায় হয়ে পড়ছে গরীব দুঃখী মানুষ দুঃখ কষ্টের নেই শেষ। এই খবর জানতে পেয়ে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক তিনি গভীর রাতে ও দিনে জেলার বিভিন্ন স্থানে শহরে থেকে উপজেলায় ইউনিয়নে থেকে গ্রাম গঞ্জে ঘুরে গরীব অসহায় প্রতিবন্ধী জেলেদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। ৬০ বছরের ফুলবানু বলেন শীতের সময় মোগো কেউ কিছু দেয় নাই এসপি বাবা মোগো কম্বল খাদ্য দিয়েছে আল্লাহ তাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক। এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মহোদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন। মানুষ মরণশীল চিরদিন বেঁচে থাকা যাবে না। আল্লাহ আমাকে একটি সম্মানের স্থান দিয়েছেন। এ সম্মান মর্যাদা আমি দিতে চাই আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাতের ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে তাই এই কথা ভেবে আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই । ধর্ম বর্ণ ও দলবল নির্বিশেষে। শীতবস্ত্র খাদ্য সামগ্রী বিতরণের সময় পুলিশ সুপার মহোদয়ের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এবং বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জাকির হোসেন ও অন্যান্য পুলিশের কর্মকর্তাবৃন্দ। বরগুনা বাসী কে সাথে নিয়ে সুনামের সাথে কাজ করে যেতে পারি এটাই আমার প্রত্যাশা।