বেতাগীতে উপজেলা মৎস্য কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক ॥ বেতাগীতে উপজেলা মৎস্য কর্মকর্তার বদলী জণিত কারনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য জীবী সমিতি ও স্বেচ্ছাসেবকদের আয়োজনে তার সম্মানে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেযারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বিদায়ী অতিথি উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাসুদুর রহমান, উপজেলা মৎস্য জীবী সমিতির সভাপতি আব্দুর রব সিকদার ও স্বেচ্ছাসেবক শহীদুল ইসলাম হিরু। অনুষ্ঠান পরিচালনা করেন, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য অলি আহম্মেদ।
উল্লেখ্য, তাঁর সৃষ্টিশীল কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ ইলিশ সম্পদ রক্ষায় ‘বেতাগী স্বেচ্ছা সেবক মডেল‘র উদ্ভাবক হিসেবে ২০১৯ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পুরস্কৃত করেন।