বাউফলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ২২:১১, জানুয়ারি ১৭ ২০২১ মিনিট

  নিজস্ব প্রতিবেদক ॥ মোঃদুলাল হোসাইন(বাউফল); রোববার (১৭ জানুয়ারী-২০২১ ইং) বিকেল পাঁচটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতের কাঠি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইয়ামিন ওই গ্রামের মনির হোসেনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে অন্য শিশুদের সঙ্গে ইয়ামিন খেলতে বের হয়। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে তাকে দেখতে না পেয়ে সকলে খুঁজতে বের হয়ে অনেক খোঁজাখুজির পর দেখতে পায় যে পাশের বাড়ির পুকুরে ওই শিশুর লাশ ভাসতে দেখেন। পরে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান।