মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৮, জানুয়ারি ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মোবাইল ফোন কিনে না দেয়ায় শনিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে মাহফুজা খানম (১৫) নামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ইউসুফ দারোগার কন্যা ও বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি মোবাইল ফোন কিনে দেয়ার জন্য ওইস্কুল ছাত্রী তার মা ও বাবার কাছে বায়না ধরে। তার দাবী না মানায় শনিবার দুপুরে পরিবারের সবার অজান্তে মাহফুজা ঘরে থাকা কীটনাশক পান করে। মুমূর্ষ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকেরা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে আনার পথে দুপুর দুইটার দিকে মাহফুজা মারা যায়। গৌরনদী মডেল থানার এসআই আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ষোড়সীর লাশ উদ্ধার: আগৈলঝাড়ায় উপজেলা হাসপাতাল থেকে সুমাইয়া আক্তার (১৬) নামের এক ষোড়সীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মাইনুদ্দিন সরদারের এসএসসি পাশ করা কন্যা সুমাইয়া আক্তার পাশ্ববর্তী মাগুরা গ্রামে তার ফুফা পান্না ঢালীর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে সুমাইয়া ওই বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে দীর্ঘসময়েও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে সুমাইয়াকে উদ্ধার করে। তাৎক্ষনিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।