বামনায় মুক্তিযোদ্ধা নুরু মিয়ার মৃত্যুতে জনতার বিনম্র শ্রদ্ধা; উপজেলা প্রশাসনের শোক

দেশ জনপদ ডেস্ক | ২১:১৯, জানুয়ারি ১৫ ২০২১ মিনিট

মোঃ ওমর ফারুক সাবু, বামনা /// বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিক্ষক নুরু মিয়ার মরদেহো রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় গুদিঘাটা বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে বামনা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ফুলের চাক ও বামনা থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসংখ্য মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, হ. ডৌ. ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম (মেজ পুত্র), উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্য থেকে ডৌয়াতলার মিজানুর রহমান, বামনা সদর ইউনিয়নের এ্যডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগির, পাশর্^বর্তী রায়হানপুরের রূপক, উপজেলা যুবলীগের সিনিঃ সহসভাপতি- মোঃ ওমর ফারুক সাবু, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আল-আমীন জনি, সাবেক শিক্ষক প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, ডৌয়াতলা ইউনিয়ন যুবলীগ সভাপতি- জসিম খানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জনসাধারণ। বার্ধক্য জনিত কারনে ৮৬ বছর বয়সে অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়ার মৃত্যু হয়। রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে এ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর নিষ্ঠাময় কর্মজীবন ও অন্যায়ে আপোষহীন ব্যক্তিত্বের কথা স্মরণ করে উপস্থিত সুধিজন আবেগআপ্লত হয়ে পরেন। মৃত্যুকালীন তাঁর স্ত্রী ৪ সন্তান, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বামনা উপজেলা প্রশাসন এ বীর মুক্তি যোদ্ধা নুরু মিয়ার মৃত্যুতে শোকহত ও বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।