বাউফলে শীতার্তদের মাঝে কম্বল  বিতরণ।

দেশ জনপদ ডেস্ক | ২০:১২, জানুয়ারি ১৫ ২০২১ মিনিট

  মোঃদুলাল হোসাইন বাউফল, নিজস্ব প্রতিবেদক।। পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দুইশ শীতার্ত মানুষের মাঝে শুক্রবার কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ আদাবাড়িয়া ইউনিয়ন কল্যান সমিতির উদ্যোগে ওই কম্বলগুলো বিতরণ করা হয়। বেলা ১১ টার দিকে আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনের মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের আনসার ও ভিডিপির উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, ঢাকাস্থ আদাবাড়িয়া ইউনিয়ন কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, শিক্ষক ও সমাজসেবক মোঃ আলমাস হোসেন তালুকদার প্রমূখ।