বাউফল হাসপাতালের স্বাস্থ‍্যকর্মীদের অবহেলায় সিড়ির উপরে এক নবজাতকের জন্ম।

দেশ জনপদ ডেস্ক | ২০:০২, জানুয়ারি ১৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।।পটুয়াখালীর বাউফল উপজেলা ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের সিড়িতেই নবজাতকের জন্ম দিয়েছে লাকি আক্তার(২৭) নামের প্রসূতি । বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উঠার সিড়িতে এ ঘটনাটি ঘটেছে। প্রসূতির মা রুনা লায়লা জানান, প্রসববেদনা শুরু হলে রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া বাসা থেকে অসুস্থ্য মেয়েকে নিয়ে বাউফল হাসপাতালের জরুরী বিভাগের সামনে আসি। ওই সময় হাসপাতালে কর্তব্যরত স্টাফদের কাছে সাহায্য চাইলেও এগিয়ে আসেনি কেউ। বরং নাম এন্ট্রি করার কথা বলে কালক্ষেপন করে। পরে দোতালার লেবার রুমে নেওয়ার জন্য রুগি বহনের একটি ট্রলি চাইলে ট্রলি নাই বলে জানায় এবং আমাদের চেষ্টায় দোতালায় উঠাতে বলে। উপয়ান্তর না পেয়ে হাতের উপরে ভর দিয়ে সিড়িতে উঠার সময় সিড়ির উপরেই বাচ্চা প্রসব করে। তবে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও ওই গৃহবধু এবং নবজাতক এখন সুস্থ্য আছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচেতন মহল জানায়, হাসপাতালের কর্তব্যরত স্টাফরা হাসপাতালে সেবা দান না করে প্রাইভেট ক্লিনিকগুলোতে পাঠানোর জন্যই গরিমসি করে এবং ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে মোটা অংকের কমিশন নেয়। এ ব্যাপারে জরুরী বিভাগের ডাক্তার তাসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় নাম এন্ট্রি করার আগেই ও প্রসূতি সিড়ির উপরেই সন্তান প্রসব করেন।