গলাচিপায় ফেরী থেকে পড়ে রড ভর্তি ট্রাক ডুবি

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৩, জানুয়ারি ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীতে হরিদেবপুর টু গলাচিপা ফেরী পারাপারের সময় লোহার রড ভর্তি একটি ট্রাক ফেরী থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। তবে এ ঘটনায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে ফেরীতে থাকা বাবু পাল জানান,হরিদেবপুর থেকে গলাচিপা আসার পথে ট্রাকটি ফেরীর পিছনদিকে থাকে। ট্রাকটি লোহার রডে ভর্তি থাকার কারনে ফেরীর পিছনে বেরিং দেওয়া সম্ভব হয় নাই। এ বিষয়ে সুদেব জানান, ট্রাকের ড্রাইভার ইঞ্জিন চলতি অবস্থায় ট্রাক থেকে নেমে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে গাড়ি থেকে রডগুলো নদীতে পড়ে যায়। এ অবস্থায় দৌড়ে ট্রাকের কাছে যাওয়া মাত্রই ট্রাকটিও নদীতে পড়ে যায়। তিনি আরও বলেন, ট্রাক নং ৩৫১২, পটুয়াখালী ট্রাকটিতে প্রায় ১০ টণ পরিমান লোহার রড ছিল।