নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ড এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান,
সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আজিম উল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান, ওসি (তদন্ত) আব্দুল হক, নারী কাউন্সিলর সালেহা ইসলাম,
ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ।