তালিকায় দুই ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের

কামরুন নাহার | ০০:৪৫, জানুয়ারি ২৪ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ নানা প্রতিকূলতা আর উদ্বেগ উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে অবশেষে পাকিস্তানের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন লাহোরে টাইগাররা। এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্ববহ। শুধু পাকিস্তানের মাটিতে খেলা বলেই নয়, এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে বড়সড় এক অর্জন আসতে পারে। ঘুচতে পারে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আফগানিস্তানেরও নিচে থাকার আক্ষেপ। বর্তমানে টি-টোয়েন্টি তালিকায় নয় নম্বরে আছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ২২৭। ২৩৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে আছে শ্রীলঙ্কা। সাতে থাকা আফগানিস্তানের পয়েন্টও ২৩৬। পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ২৩৭ পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের। টাইগাররা উঠে যাবে সাতে। সেক্ষেত্রে আফগানিস্তান আট আর শ্রীলঙ্কার নেমে যাবে নয় নম্বরে। তবে ২-১ ব্যবধানে সিরিজ জিতলে তালিকায় কোনো উন্নতি হবে না বাংলাদেশের। পয়েন্ট বাড়বে, ২২৭ থেকে হবে ২৩৩। আর ২-১ ব্যবধানে হারলে নয় নম্বরে থেকেই পয়েন্ট হবে ২২৯। আর যদি পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা, তবু নয় নম্বর অবস্থানেই থাকবে। তবে ২ রেটিং পয়েন্ট কমে হবে ২২৫।