নিজস্ব প্রতিবেদক ॥ জামালপুরে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) দুপুর আড়ইটার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধচিতলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে আটক ২৮ বছর বয়সী গার্মেন্টকর্মী ফরহাদ আলী (২৮) সদরের ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধচিতলিয়া গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। ভুক্তভোগী শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধর্ষণের শিকার শিশুর ভাবি জানান, দুপুরে প্রতিবেশি ফরহাদ আলী বিশ টাকা দিয়ে খাবার কিনে দেওয়ার কথা বলে তার ননদকে বাড়ি থেকে কিছুটা দূড়ে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে সেখানকার একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ওই শিশু বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি জানায়।
এই ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ধর্ষক ফরহাদ আলী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শিশুটির পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। পরে পুলিশ ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. জাকিউল আলম খান জানান, শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে তার পরীক্ষার পর রিপোর্ট দেওয়া হবে।