আগৈলঝাড়ায় গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২এর আওতায় বরিশালের আগৈলঝাড়ায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন সেমি পাকা বাড়ি পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন হায়দার। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আগৈলঝাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এসময় তিনি পাকা বাড়ির কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকরে সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়বাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ প্রমুখ।
এর পূর্বে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পর কাজ এগিয়ে নিতে সকলের সাথে একযোগে কাজ করার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা সরকারী দপ্তরের কর্মকর্তা ও সকল ইউপি চেয়ারম্যানসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।’