বেতাগী সাইন্সক্লাবের কমিটি গঠন ও শুভেচ্ছা স্মারক প্রদান
নিজস্ব প্রতিবেদক ॥ বেতাগী সাইন্সক্লাবের কমিটি গঠন ও বেতাগী পৌর সভার নতুন মেয়র ও কাউন্সিলরদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
সংগঠনের আয়োজনে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ বাবুল আক্তারের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল ইসলাম মন্টু ও পৌর কাউন্সিলর এবি.এম মাসুদুর রহমান খান,
সায়েন্সক্লাবের ফাউন্ডার রাফি খান, সায়েন্সক্লাবের সভাপতি মুনিয়া আক্তার তিবা, ভাইস – প্রেসিডেন্ট অফ ইভেন্ট অর্গানাইজিং এনামুল হক নবীন,ইট্রিয়াম একাডেমির শিক্ষক কুশল কর্মকার,অঙ্গন সমাদ্দার, হাসানুল কবির নাসিম, সৈয়দ জুল আর্শিল ও সিফাত জাহান মুনিয়া, ক্লাবের সিনেটর মরিয়ম আক্তার ও সোহান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর মোসা. শাহিনুর বেগম, রোফেজা আক্তার রোজী ও লুৎফুন্নেসা রীনা, কাউন্সিলর গোলাম সরোয়ার রিয়াদ খান, নয়ন দাস, মো. নাসির উদ্দিন ফকির, প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, এবিএ মাসুদুর রহমান খান,
মো. আব্দুল মন্নান হাওলাদার ও মো. কামাল হোসেন পল্টু, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুনউল আলম খান, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ শিক্ষিকা সৈয়দা মনিকা আক্তার জুয়েলী, শিক্ষক মো. মিজানুর রহমান খান, মো. আল-ইমরান,
ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ, বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মিঠুন দে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন হাওলাদার।
শেষে নতুন পৌর মেয়র এবিএম গোলাম কবিরের পক্ষে এবং অন্যান্য কাউন্সিলরদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান ও নতুন কমিটি ঘোষনা করা হয়।