নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ চর ব্যার জাল। বুধবার সকাল ১০টায় উপজেলার গলাচিপা সদর ইউনিয়নে বোয়ালিয়া স্লুইজ এলাকায় চর ব্যার জাল পুড়িয়ে ফেলা হয়।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা জানান, রামনাবাদ, বুড়া গৌরাঙ্গ ও আগুন মুখা নদীর চর থেকে ৩ হাজার মিটার চর ব্যার জাল জব্দ করা হয়েছে বোয়ালিয়া স্লুইজ এলাকায় জনগনের মাঝে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, এ অভিজান অব্যহত থাকবে। এ সময় ঐ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।