ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করলো বরিশাল ফায়ার সার্ভিস

দেশ জনপদ ডেস্ক | ২২:০০, জানুয়ারি ১২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় ফুটপাতের ড্রেনের মধ্যে থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছেন বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উদ্ধার কর্মীরা। গতকাল মঙ্গলবার সকালের দিকে ওই এলাকার আল আমিন জামে মসজিদ সংলগ্ন ড্রেনের মধ্যে থেকে তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সকালে স্থানীয়দের মাধ্যমে অজ্ঞাত এক ব্যক্তিকে ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখেন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। কন্ট্রোল থেকে আরও জানানো হয়েছে, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-৫০ বছরের মধ্যে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে তিনি তার পরিচয় কিংবা ঠিকানা বলতে পারেন নি। যে কারণে তাকে পরিচ্ছন্ন করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। এদিকে, গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে খোঁজ নিয়ে জানাগেছে, অজ্ঞাত ওই ব্যক্তি দিনভর চিকিৎসা নিলেও সন্ধ্যার পর থেকে তাকে আর হাসপাতালের শয্যায় খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজে থেকে নাকি অন্য কেউ এসে নিয়ে গেছেন সে বিষয়ে অবগত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।