মহানগর আ’লীগকে ঢেলে সাজাতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
দেশ জনপদ ডেস্ক|২১:৪৮, জানুয়ারি ১২ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর আওয়ামী লীগের প্রত্যেকটি ওয়ার্ড ঢেলে সাজানোসহ নানা কর্মসুচী পালনে বিশেষ বর্ধিত সভা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর কালিবাড়ী রোডের সেরনিয়াবাত ভবনের সামনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন মহানগরের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর। সভায় মহানগেরর সহ-সভাপতি এ্যাড আফজালুল করিম, আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, হাসান মাহমুদ বাবু, সাইয়েদ আহম্মেদ মান্না, এম জাহিদুল ইসলাম মনির, এ্যাড রাজীব হোসেনসহ পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ ও নগরীর ৩০ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য দেন। তারা নগরীর সকল ওয়ার্ড ঢেলে সাজানো ও নেতৃবৃন্দদের সক্রিয় করার নানা পরিকল্পনা তুলে ধরেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নেয়া কর্মসুচী সফল করাসহ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সকল মানুষের কাছে তুলে ধরতে নানা সিদ্বান্ত নেয়া হয়েছে। বেলা ১১ টায় সভা শুরু হয়ে রাত অবধি হয়েছে