পুকুর খনন শিখতে কর্মকর্তাদের বিদেশ সফরের পক্ষে পরিকল্পনামন্ত্রী

কামরুন নাহার | ০০:৩১, জানুয়ারি ২৪ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ ‘পুকুর খনন শিখতে’ কর্মকর্তাদের বিদেশ সফরের পক্ষে মত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে এ বিষয়ে মন্ত্রীর যুক্তি ভিন্ন। পুকুর খননে দক্ষতা লাভ করতে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৬ কর্মকর্তার বহুল আলোচিত বিদেশ সফর নিয়ে মন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিক ভাইয়েরা পুকুর কাটা নিয়ে বিদেশ যাওয়া সম্বন্ধে একটি নিউজ করেছিলেন। সারাদেশে আলোচিত। সেই সুবাদে একনেক সভায় ও আমাদের ক্যাবিনেটে অনেক আলোচনা হয়েছে। অনেকে নানা ধরনের মন্তব্যও করেছেন। তারা অনেক কষ্ট করেন, দূর-দূরান্তে থাকেন। বেতন-ভাতা দিতে পারি না আমরা। একটু মাঝে মাঝে যদি আমেরিকা যায় বা অস্ট্রেলিয়া যায় যাক, ঘুরে আসুক। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ‘পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচে ব্যবহার’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়। গত ২৭ আগস্ট একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ১৬ কর্মকর্তা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডসের যেকোনো একটি দেশ সফর করবেন।