গৌরনদী উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দেশ জনপদ ডেস্ক | ১৭:০৬, জানুয়ারি ১২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সুশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। মঙ্গলবার সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদের সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মুক্তিযোদ্ধা এম এ হক বীর বিক্রম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রিন্স, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনসহ অন্যান্য বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা এবং যাবতীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।  পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন। বিকেলে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দের সাথে অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।