নিজস্ব প্রতিবেদক ॥ মোঃ দুলাল হোসাইন (বাউফল): পটুয়াখালীর বাউফলে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তির নাম রুহুল আমিন মোল্লা ওরফে আমিনুর, পিতা মশিউর রহমান, গ্রাম- চর আমডাঙ্গা ,থানা কেশবপুর, জেলা যশোর।
ট্রাক ড্রাইভার পরিচয় দিয়ে বাউফল থানার ১২ নং বাউফল ইউনিয়নের বিলবিলাস "শেরেবাংলা সড়কের" রাস্তার ঠিকাদার মোঃ রিয়াজের নিকট হইতে ১০ /০১/২০২১তারিখ ট্রাকের ভাড়া বাবদ ৪৩ হাজার দুইশত টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে খুব সংক্ষিপ্ত সময়ে মধ্যরাতে মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পটুয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনার বাউফল থানার বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে এসআই মাধব চন্দ্র ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আত্মসাৎকৃত টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।