গৌরনদী-মেহেন্দিগঞ্জে পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মাদ নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।
সভা শেষে আসন্ন ৩০ জানুয়ারি গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থীদের নিজ নিজ দলীয় প্রতীক, সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলরের মধ্যে পছন্দ ও লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রসঙ্গত, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গৌরনদীতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হারিছুর রহমান ও বিএনপির প্রার্থী জহির সাজ্জাদ হান্নান এবং মেহেন্দিগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন খান ও বিএনপির প্রার্থী জিয়া উদ্দিন সুজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গৌরনদীতে ভোটার ৩৩ হাজার ৪০৮ জন। মেহেন্দিগঞ্জে ভোটার ২৫ হাজার ৮৮৮ জন।