পথচারীদের মাঝে মাস্ক বিতরন বিএমপি’র ট্রাফিক বিভাগের

দেশ জনপদ ডেস্ক | ১৭:১১, জানুয়ারি ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর আমতলা মো সহ ১০টি পয়েন্টে পথচারী, থ্রি হুইলার শ্রমিক ও রিকসা চালকদের মাঝে মাস্ক বিতরন করেছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আজ সোমবার সকাল ১১টায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার নগরীর আমতলা মোড়ে এই কার্যক্রম শুরু করেন। পরে নগরীর অন্যান্য পয়েন্টে মাস্ক বিতরন করেন তিনি। এসময় করোনা সংক্রামন রোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার। বিতরণকালে বিএমপি'র ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. রবিউল ইসলাম, আ. রহিম ও বিদ্যুত চন্দ্র দে এবং সার্জেন্ট শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।