বাঁশঝাড়ে কিশোরের মরদেহ

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৭, জানুয়ারি ১০ ২০২১ মিনিট

রির্পোট দেশ জনপদ ॥ বন্ধুদের সঙ্গে দেখা করতে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর রোববার সকালে বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়েছে কিশোরের মরদেহ। রোববার সকালে জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের একটি বাঁশঝাড়ে সনাতন বর্মণ নামের ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, সনাতন পাঁচবিবি উপজেলার আংড়া গ্রামের নবদ্বীপ চন্দ্র মহন্তর ছেলে। ১৩ বছর বয়সী সনাতন বাগজানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সকালে উপজেলার রামচন্দ্রপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে কেউ হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রাখে। সনাতনের বাবা নবদ্বীপ চন্দ্র মহন্ত বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েক জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ওসি পলাশ চন্দ দেব জানান, সনাতন গত রাতে বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। রোববার সকালে রামচন্দ্রপুর এলাকায় বাঁশ ঝাড়ে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।