যাচাই বাছাইয়ের নামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসন্মানিত করার অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৪, জানুয়ারি ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ যাচাই বাছাইয়ের নামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসন্মানিত করার অভিযোগ পাওয়া গেল। লাল বই, মুক্তিবার্তা, ভারতীয় তালিকা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ঘোষিত তালিকায় নাম থাকার পরও বরিশালের অনেক বীর মুক্তিযোদ্ধাদের নাম মূল তালিকা থেকে বাদ দিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যাচাই-বাছাই তালিকায় অন্তরভুক্ত করা হয়েছে। এতে অপমানিত, বিব্রত এবং ক্ষুব্ধ ৭১ এর রনাঙ্গনের সূর্য্য সন্তানরা। আজ শনিবার সকাল ১১টায় বরিশাল নগরীর ফকির বাড়ি রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে যাচাই-বাছাইয়ের নামে অবিলম্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি এবং অপমান বন্ধ করার দাবি জানান স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য খান আলতাফ হোসেন ভুলু।