বাউফলে মুক্তিযোদ্ধার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪০, জানুয়ারি ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুইশ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কম্বল বিতরণ করা হয়েছে। বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকায় ওই কম্বল বিতরণ করেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা মুক্তিযোদ্ধা এসএ জলিল ওরফে হিরু মিয়া। তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই কম্বলগুলো বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. দেলোয়ার হোসেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, প্রথম আলোর পত্রিকার বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, মাওলানা আবু সালেহ, আবু আজাদ, ইসমাইল হোসেনসহ স্থানীয় বেশকয়েক ব্যক্তি তার সাথে উপস্থিত ছিলেন।’