কাউখালীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৬, জানুয়ারি ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত। ‘‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র আয়োজনে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিতে সেমিনারে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, নিরাপদ খাদ্য অফিসার পিরোজপুর গোলাম রাব্বি প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।