নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সুমি আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ছোট শৌলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সুমি ছোট শৌলা গ্রামের মৃত আঃ জলিল খাঁর ছেলে দিনমজুর মোঃ শহিদুল ইসলাম খাঁর স্ত্রী। সুমির স্বামী শহিদুল ইসলাম জানান, বড় শৌলা গ্রামের শরীফ বাড়িতে গত মঙ্গলবার সারাদিন কাজ করে রাত সাড়ে ৮টায় বাড়ি ফিরে স্ত্রী সুমিকে ঘুম থেকে জাগিয়ে দরজা খুলতে বলেন।
দরজা খুলে ঘরের মধ্যে যাওয়ার সময় সুমি হঠাৎ অজ্ঞান হয়ে ঘরের মেঝে লুটিয়ে পড়ে বমি করে। রাতেই সুমিকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে সুমির মা ফরিদা বেগম (৫০) তার মেয়েকে নির্যাতন করে হত্যা করে মুখে বিশ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হলেও গৃহবধূর মা নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন। লাশ ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।