নিজস্ব প্রতিবেদক ॥ ডিআইজি পদে পদোন্নতি পাওয়া র্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলামকে বদলি করা হয়েছে। তাকে হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বদলির আদেশ দেন। ২০১৮ সালের এপ্রিলে র্যাব-৮ অধিনায়ক হিসেবে যোগদান করেন। ওই সময়ে তিনি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
গত ২৭ ডিসেম্বর তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়। গতকাল বুধবার তাকে নতুন পদে বদলির আদেশ দেয়া হয়েছে।