বরিশালে মাদককারবারি ৭ বছরের কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ২০:১০, জানুয়ারি ০৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে বরিশাল নগরীর মাদককারবারি ইমন হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বরিশালের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম বিচারাধীন আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় ইমন আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ইমন বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার উইলিয়াম পাড়ার মৃত্যু মানিক হাওলাদারের ছেলে। মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মতিন  জানান, ২০১৫ সালের ১০ মে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ ইমনের বাসার সামনে অভিযান চালিয়ে তাকে ১১০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিলন বিশ্বাস। একই বছর ১৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক এস এম মাহবুব উল আলম তদন্তে সত্যতা পেয়ে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত আট জনের সাক্ষ্য গ্রহণ শেষে ইমনকে এ কারাদণ্ড দেন। রায় শেষে আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।