মা-বাবার সেবা করার শর্তে মাদক মামলার দন্ডিত আসামী মুক্ত

দেশ জনপদ ডেস্ক | ২২:৪৯, জানুয়ারি ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মা-বাবাকে সেবা করাসহ ৮ শর্তে মাদক মামলায় দন্ডিত যুবককে মুক্তি দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার কারাদন্ডের ও মুক্তির আদেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাসুম বিল্লাহ। আট শর্তে প্রবেশন কর্মকর্তার জিম্মায় দেয়া ছাড়াও দুই হাজার টাকা জরিমানা করা হয়। ওই যুবক হলো-নগরীর বাকলার মোড় সাগর গলির আলমগীর হোসেনের ছেলে মোঃ তানজীল। রায় ঘোষণার সময় সে উপস্থিত ছিলো। প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, ২০১৯ সালের ২৪ অক্টোবর ৫ টি ইয়াবাসহ নগরীর বাকলার মোড় থেকে তানজীলকে আটক করা হয়। এ ঘটনায় করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। অভিযোগ গঠনকালে আসামি নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এই ধরনের অপরাধে না জড়ানোর অঙ্গীকার করে। তানজিলের বয়স কম এবং অপরাধ লঘু হওয়ায় সংশোধনের সুযোগ এক বছরের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দি প্রবেশন অব অফেন্ডার অর্ডিনেন্স- ১৯৬০ এর ৫ ধারা অনুযায়ী বাবা-মায়ের সেবাসহ ৮ শর্তে প্রবেশন কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। শর্তগুলো হচ্ছে মা-বাবার সেবা ও ভরণ পোষণ, নিজ বাড়ির আঙ্গিনায় ১০ টি ফলদ ও ১০ টি বনজ বৃক্ষ রোপণ, মাদক গ্রহণ না করা, ধুমপান না করা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ে নিজেকে সমৃদ্ধ করা, প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা, ওসির সঙ্গে যোগাযোগ রক্ষা এবং স্ব-নির্ভর হওয়ার চেষ্টা করা। আদালতের এই রায়ে খুশী তানজিল ও তার মা দুলু বেগম। এই প্রথম মাদক মামলার আসামীকে মা-বাবার সেবার করার শর্তে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়া হয়েছে।