নগরীর বেঙ্গল হসপিটালের চিকিৎসকের ভুলে প্রাণ গেছে প্রসূতির

দেশ জনপদ ডেস্ক | ২২:৪৯, জানুয়ারি ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর অনামি লেনের বেঙ্গল হসপিটালে অস্ত্রোপচারের সময় চিকিৎসকের ভুলে মৃত্যু হয়েছে প্রসূতির। তবে নবজাতক শিশু রক্ষা পেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর হসপিটাল কর্তৃপক্ষ গেটে তালা মেরে পালিয়েছে। ঘটনার শিকার প্রসূতি হলো আন্নি আক্তার (২২)। সে কাটপট্টি থানা পুকুরর পূর্ব পাড় এলাকার বাসিন্দা সামিউল হাসান সীমান্তের স্ত্রী। প্রসূতির ভাসুর বেলায়েত হাসান জানান, ওই হাসপাতালের চিকিৎসক আফিয়া সুলতানার অধীনে অস্ত্রোপচারের জন্য বেলা সাড়ে তিনটায় ওটিতে নেয়া হয়। কিছুক্ষণ পর নবজাতককে দেয়া হয়। কিন্তু প্রসূতির পেটে টিউমার রয়েছে জানিয়ে সময়ক্ষেপণ করে। এভাবে তিন/চার ঘন্টা প্রসূতিকে ওটিতে রেখে চিকিৎসা করা হচ্ছে বলে জানায়। এক পর্যায়ে প্রসূতির অবস্থা সংকটাপন্ন জানিয়ে শেবাচিম হাসপাতালের আইসিইউতে নিতে এ্যাম্বুলেন্স আনা হয়। পরে তাকে শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানিয়েছে এ রোগী দুই থেকে তিন ঘন্টা পূর্বে মারা গেছে। এ খবর পেয়ে প্রসূতির লাশ নিয়ে বেঙ্গল হাসপাতালে ফিরে আসা হয়। কিন্তু এসে দেখতে পান কর্তৃপক্ষ হাসপাতালের গেট তালাবদ্ধ। হাসপাতাল সংশ্লিষ্ট কেউ নেই। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন বেলায়েত হাসান।