৩১ কেজি গাঁজা জব্দ, আটক ৪

দেশ জনপদ ডেস্ক | ২০:৩২, জানুয়ারি ০৫ ২০২১ মিনিট

রির্পোট দেশ জনপদ ॥ পাবনায় ৩১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে গাঁজা ও মাদক কারবারিদের আটক করা হয়। এরা হলেন লালমনিরহাট জুম্মাপাড়ার মো. হাসান আলী, পাবনার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার লিটন হোসেন, হামিদপুরের মো. হামিদ এবং নাটোরের লালপুরের শিমুল। র‌্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান ৩১ কেজি গাঁজা জব্দ করেছি। এ সময় আটক করা হয়েছে ৪ জনকে।’ র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন বিভিন্ন জেলায় গাঁজা বেচাকেনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা হয়েছে।