বাকেরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৫ লাখ কাচা ইট ধ্বংস

কামরুন নাহার | ২৩:৫০, জানুয়ারি ২৩ ২০২০ মিনিট

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে দুই অবৈধ ইটভাটা কর্তৃপক্ষকে জরিমানা করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তর। বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর ও ঢাপরকাঠি এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৮ ও বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম-এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসকের অনুমোদন ব্যতিত ইট উৎপাদন করায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী ৪নং ধারায় এ জরিমানা করা হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর ও ঢাপরকাঠি এলাকায় মেসার্স এম আর বি ব্রিকস ও মেসার্স আলিফ ব্রিকস নামের দুই অবৈধ ইটভাটা কর্তৃপক্ষকে এক বছর অথবা ২০ হাজার টাকা করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি পানি দিয়ে দুই অবৈধ ইটভাটার প্রায় ৫ লক্ষ কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটা দুটি বন্ধ করে দেয়া হয়।