বর্তমান সমসাময়িক কাল নিয়ে একটি অসাধারণ নাটক

দেশ জনপদ ডেস্ক | ২০:৪০, জানুয়ারি ০৪ ২০২১ মিনিট

সামীর সুমন, নিজস্ব প্রতিবেদক ॥ এক ধর্ষিতা নারীর কাহিনী, গ্রহণকাল নাটকের মধ্যে ফুটে উঠেছে ধর্ষণের প্রতিবাদ । ক্ষমতাসীল ব্যক্তিরা একজন ধর্ষিতা নারীকে আত্মহত্যা করতে বাধ্য করে। সমাজের সাধারণ মানুষ যখন ক্ষমতাসীল ব্যক্তিদের কাছে হেরে যায় তখন তারা বাধ্য হয়ে সমাজবিরোধী কর্মকাণ্ড করে সমাজে এখনো যে নিচু আর উঁচু যাত বিবেচনা করা হয় তা ফুটে উঠেছে এই নাটকের মধ্যে। ২০২০ সালে বাংলাদেশে কত জন ধর্ষণ হয়েছে ? তার সঠিক পরিসংখ্যান হয়তো পাওয়া যাবে না । কিন্তু একটি গরিব পরিবারের মেয়ে কিভাবে ধর্ষিতা হয় তা গ্রহণ কাল নাটকে মধ্যে শু স্পষ্টভাবে বুঝা যায় । যেখানে আমরা ভালোলাগা খুঁজি। নতুন বছর আসার কিছু দিন পরই হয়ত আগের বছরের কথা ভুলতে থাকি আমরা। কিন্তু ২০২০ সাল বিশ্বের প্রতিটি মানুষ মনে রাখবে, মহামারি করোনার জন্য। করোনায় বিষময় ২০২০, ২০ এ বিষক্ষয় না হয়ে রয়ে গেল বিষাদময়। গত একটি বছরে উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে ভাবতে বসলে শুধুই চোখে ভাসতে হারানোর স্মৃতি। এবছর আমরা মহামারি করোনা থেকে বেঁচে থাকার লড়াই করে গেছি শুধু। আর এজন্য আমাদের জীবনযাপনে এসেছে বড় পরিবর্তন। কেমন ছিল সেই দিনগুলো?   ধর্ষণে হৃদয় ক্ষয় আর খবরের কাগজ খুললেই তখন দেখতে পেতাম সর্বশেষ কতজন মারা গেছে করোনায় তার সাথে খবরের কাগজের তার পাশেই দেখতাম ধর্ষণের খবর কলেজ ছাত্রী ধর্ষণ, মাদ্রাসার ছাত্রী ধর্ষণ ,স্কুল শিক্ষার্থী ধর্ষণ ,৬ বছরের শিশু ধর্ষণ ,বাবার হাতে মেয়ে ধর্ষণ। ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ, এটাও ছিল ২০২০ সালের একটি মহামারী মতই। আর এই ধর্ষণ নামক মহামারী যেন আমাদের সমাজে না ঘটে এজন্যই জেসন পলাশ ভাই ধর্ষণবিরোধী গ্রহণকাল নাটকের মাধ্যমে ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার ও ধর্ষণের প্রতিবাদী হয়ে উঠেছে তার চরিত্রের মধ্যে।