তৃনমুলকে সক্রিয় করতে ছাত্রদলের চলছে কর্মী সম্মেলন

কামরুন নাহার | ২৩:৩৬, জানুয়ারি ২৩ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশজুড়ে ছাত্রদলের তৃনমুলকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নানা প্রতিকূলতায় এলোমেলো ছাত্রদলের অবস্থার পরিবর্তনের লক্ষ্যে এই প্রক্রিয়া শুরু করেছে দলটির নীতি নির্ধারনী মহল। দেশের সকল বিভাগের ছাত্রদলের সকল ইউনিট কমিটিতে কর্মী সম্মেলন করছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ছাত্রদল থেকে ১০ টি ইউনিটে বিভক্ত হয়ে মোট ৩৬ জন ছাত্রদল নেতা এই দায়িত্ব পালন করছেন। গত ১৫ জানুয়ারী থেকে ইউনিট গুলো একযোগে দেশের ৭ টি বিভাগের প্রত্যেক জেলা শহরে ঘরোয়া পরিবেশেই কর্মী সম্মেলনের এই প্রক্রিয়া সম্পন্ন করে করছে। বরিশাল বিভাগে দায়িত্বপ্রাপ্ত ইউনিট ইতিমধ্যে পিরোজপুর, বরগুনা, ঝালকাঠিতে কর্মী সম্মেলন সম্পন্ন করেছে। এর পর ভোলা, পটুয়াখালী, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সদর ও এর আওতাধীন সকল কলেজে কর্মী সম্মেলন করবে নেতৃবৃন্দ। কমিটির নেতৃবৃন্দরা হলো- ঢাকা বিভাগ পার্থ দেব মন্ডল- টিম প্রধান (সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), রিয়াদ (যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), সিরাজুল (সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), রনি (সহ-সাংগঠনিক, ঢাকা বিভাগ), বরিশাল বিভাগ: জাকিরল ইসলাম জাকির-টিম প্রধান (১নং সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), শ্যামল মালুম (যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), ইজাজ (সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), মিঠু (বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক), খুলনা বিভাগ- মিজানুর রহমান সজীব-টিম প্রধান (সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), মাহবুব মিয়া (যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), জুঁই (সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), সুমন (বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক), ফরিদপুর ও কুমিল্লা বিভাগ- মুক্তাদির হোসেন তরু-টিম প্রধান(সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), রনি (যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), ইয়াহিয়া (সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ, চট্টগ্রাম বিভাগ- মুসাব্বির সাফি-টিম প্রধান(সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), মাহমুদ (যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), নিলয়(সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), সাব্বির (বিভাগীয় সহ সাংগঠনিক), সিলেট বিভাগ-ওমর ফারুক কাওছার-টিম প্রধান (সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), আরিফ(যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), জামিল (সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), রায়হান(বিভাগীয় সহ সাংগঠনিক), রাজশাহী বিভাগ: সাজিদ হাসান বাবু-টিম প্রধান (সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), রাজু (যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), আক্তার (সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), রবি(বিভাগীয় সহ সাংগঠনিক), রংপুর বিভাগ: লিংকন-টিম প্রধান(সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), সাগর (যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), রাশেদ ইকবাল (সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), হিজবুল (বিভাগীয় সহ সাংগঠনিক), ময়মনসিংহ বিভাগ: মাজেদুল ইসলাম রুম্মন-টিম প্রধান (সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদ), রিপন (যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), শহিদুল (সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), লুইন (বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক)