দৌলতখানে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার দৌলতখানে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দেয়া হয়। পরে আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ।
র্যালী শেষে আওয়ামী লীগ কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মির্জা মোঃ মিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সাফিজ ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক কামাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সুমনসহ আরও অনেকে।