নলছিটিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান। র্যালিটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. দুলাল শরীফ, ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. মামুন তালুকদার, ছাত্রলীগ নেতা তুহিন মিত্র প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।