আগৈলঝাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জমকালো বর্ণাঢ্য আয়োজনে হাজার হাজার নেতা-কর্মীর সমন্বয়ে উপজেলা সদরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সাবেক ছাত্রলীগ সভাপতি জসীম সরদার, তমাল বাড়ৈ, সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, সহ-সভাপতি রিপন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা এবং বাগধা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ লিখন হাওলাদার প্রমুখ।