বাবুগঞ্জে মহাসড়কে গরু জবাই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা
দেশ জনপদ ডেস্ক|২২:৪২, জানুয়ারি ০৩ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের উপরে প্রতিনিয়ত গরু জবাই করছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। প্রতিদিন রহমতপুর ব্রিজ হাট বাজার ছাড়াও উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে মাংস সরবরাহ করে থাকেন এখানকার ব্যবসায়ীরা। মহাসড়কে এভাবে গরু জবাই করায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, সেই সাথে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
প্রতিদিন মহাসড়কে গরু জবাই করার কারণে গরুর ভূরী, মাংসের কিছু পরিত্যক্ত নোংরা অংশ খেতে অসংখ্য কুকুর ভিড় জমায় মহাসড়কে। একটু হাড়গোড় ও পরিত্যক্ত মাংসপিণ্ড নিয়ে নিজেদের মধ্যে তৈরি হয় ভাগাভাগি। ফলে মহাসড়কে অসংখ্য গাড়ি চলাচল করায় যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে সহায়তা কামনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইন মেনে নির্দিষ্ট পরিষ্কার স্থানে স্বাস্থ্য সম্মত উপায়ে গরু জবাই করার জন্য দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজেই গত এক বছরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।