বাবুগঞ্জে মাদ্রাসায় ডাকাতি নগদ অর্থ লুট

দেশ জনপদ ডেস্ক | ২২:৩৯, জানুয়ারি ০৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজের জামিয়া কাসেমিয়া ইসলামিয়া মাদ্রাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে মাদ্রাসার ছাত্রাবাসে বাহির থেকে তালা লাগিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় মালামাল ও নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মাদ্রাসার পরিচালক মোহাম্মদ নোমান হোসেন জানান, মাদ্রাসাটি প্রায় বছর দশেক আগে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীর সংখ্যা ১০০ জনের অধিক। ছাত্রাবাসে থাকে ৪০/৪৫ জন বাকিরা এসে যেয়ে ক্লাস করে। তিনি আরও জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের থাকার স্থানে বাহির থেকে ডাকাতদল প্রতিটি রুমে তালা লাগিয়ে দেয়। পরে অফিস রুমের আলমিরা ভেঙে নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে ৯৯৯-এ কল করলে পুলিশ আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনার বিবরণ দিয়ে বিমানবন্দর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম।