বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
দেশ জনপদ ডেস্ক|২২:৩৭, জানুয়ারি ০৩ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ প্রতি বছরের ন্যায় এবারও চলমান শীত মৌসুমে সেনাবাহিনীর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের দরিদ্র ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল ও ৬ পদাতিক ব্রিগেড এর সৌজন্যে ৬২ বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় ৩ জানুয়ারি রবিবার বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মির্জাগঞ্জ এলাকায় শীতার্তদের মাঝে ৮০০ টি কম্বল বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশাল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি অংশগ্রহণ করেন এবং দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগে সর্বদা পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।