নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় পটুয়াখালীর বিভিন্ন পয়েন্টে ফ্রি মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েসন পটুয়াখালী জেলা শাখা।
গতকাল রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন। এছাড়াও উপস্থিত ছিলেন- পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ওয়াহিদুজ্জামান শামীম, ডাঃ সিদ্ধার্থ শংকরসহ বিএমএ সদস্যবৃন্দ। শহরের সার্কিট হাউজ, মেডিকেল কলেজ ও সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে প্রতি জনকে ৫টি করে মোট ১০ হাজার মাস্ক বিতরণ করে এ সংগঠনটি।