কাউখালীর নদী পাড়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান
দেশ জনপদ ডেস্ক|১৮:২৮, জানুয়ারি ০৩ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত সন্ধ্যা নদীর পাড়ের শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শনিবার সকাল ১০ টায় নদী পাড়ে বসবাসরত সোনাকুর গ্রামের জেলে পল্লী ও মৃৎ শিল্প পল্লীর শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা-কলম তুলে দেন কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাণুরাগী আঃ লতিফ খসরু।
নতুন বছরের নতুন বইয়ের সাথে খাতা কলম পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত উচ্ছাসে মেতে ওঠে। তাদের এ আনন্দকে বাড়িয়ে দিতে আপ্যায়ন করা হয় শুকনো খাবার বিস্কুট দিয়ে। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।