ছাত্রদলের র‍্যালিতে পুলিশের বাধা, আটক ৯

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৩, জানুয়ারি ০২ ২০২১ মিনিট

রির্পোট দেশ জনপদ ॥ মাদারীপুরে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় র‍্যালি থেকে নয় কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মাদারীপুরের পুরানবাজার থেকে র‍্যালি বের করে জেলার ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির জানান, তারা র‍্যালি করতে শুরু করলে পুলিশ এসে বাধা ও ধাওয়া দেয়। পরে সেখান থেকে ছাত্রদল কর্মী সুমন, হাসান, ছোট জাকির, রুহুল আমিন বেপারী, শামীম শেখ, খালিদ বেপারী, আবুল হাসান বেপারীসহ নয় জনকে আটক করে পুলিশ। তিনি বলেন, ‘আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তা করতে দিল না। আমাদের নয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।’ মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মিয়া নিউজবাংলাকে জানান, আটকদের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি।